Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: দীঘায় মৎস্যজীবীদের জালে পাহাড়প্রমাণ মাছ, দেখুন সেই ছবি

অনুপম মিশ্র / তাপস ঘোষ
  • দীঘা,
  • 29 Aug 2021,
  • Updated 7:09 PM IST
  • 1/6

আজ দীঘা মোহনায় মৎস্য জীবিদের জালে ধরা পড়ল একটি বিরল প্রজাতির বাঘা শঙ্কর মাছ ও একটি বৃহৎ আকৃতির প্রায় ৮০০ কেজি ওজনের শঙ্কর মাছ। 
 

  • 2/6

দীঘা মোহনার রোহিনী নন্দন খাঁড়ার শ্রী ৪ নং ট্রলারে বৃহৎ আকৃতির শঙ্কর মাছটি ধরা পড়ে। 
 

  • 3/6

আজ সকালে মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে এলে এতো বড় মাছ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। বহু পর্যটক ভিড় জমান। 
 

  • 4/6

বিরল প্রজাতির মাছটি ২৫ হাজার টাকায় হৃষিকেশ শ্যামল নামে এক ব্যবসায়ী কিনে নেন। 
 

  • 5/6

অপরদিকে ৮ কুইন্টাল ওজনের মাছটি মাত্র ৪০ হাজার টাকায় কলকাতার সান অ্যান্ড কোম্পানি কেনে। 
 

  • 6/6

ব্যবসায়ীরা জানান শঙ্কর মাছ এখানকার স্থানীয় বাসিন্দারা তেমন খান না তাই এই মাছ  বেশির ভাগ বাইরে পাঠাতে হয় দাম ও খুব একটা বেশি পাওয়া যায় না।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement