Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি, দক্ষিণের কী পূর্বাভাস?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 23 Aug 2021,
  • Updated 5:46 PM IST
  • 1/7

বঙ্গে জারি থাকবে বৃষ্টি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, মোসুমী অক্ষরেখা উত্তরের দিকে সরে গিয়েছে। 

  • 2/7

ফলে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গ (North Bengal), উত্তর বিহার, সিকিম, অসম ও অরুণাচলপ্রদেশে হতে পারে বৃষ্টি। 

  • 3/7

এক্ষেত্রে আজ ও আগামিকাল উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়বিদরা। 

  • 4/7

পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 5/7

এরপর ২৫, ২৬ ও ২৯ তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির ফলে দার্জিলিং-কালিম্পং-এর মতো জেলায় ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। 

  • 6/7

তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও ততটা ভাসবে না দক্ষিণবঙ্গ (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছ, দক্ষিণবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 

  • 7/7

কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা থাকবে আকাশ, সঙ্গে হতে পারে কয়েক পশলা বৃষ্টি। একইসঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলেও জানা যাচ্ছে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement