বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশিতে মেতেছিলেন রাজ্যবাসী। তবে সেই সুখ সইলো না। শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াল পশ্চিমী ঝঞ্ঝা। ফলে বাড়ল কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রার পারদ।
১১ ডিগ্রিতে নেমে যাওয়া শহরের পারদ বুধবার ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। এদিনও শহরে রয়েছে শীতের আমেজ।
তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে শুক্রবার থেকেই বাড়বে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রার পারদ।
ক্রিসমাসের দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে যাবে। সব জেলাতেই ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
আর বড়দিনের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে। এমনকী বছর শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি থাকতে পারে।
২৪, ২৫ এবং ২৬ তারিখ উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী ২৪ ও ২৬ তারিখ দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রবেশ করবে। এর পলে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধা পাবে। তার জেরেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
বড়দিনের পাশাপাশি নববর্ষেও জাঁকিয়ে শীত থেকে বঞ্চিত হবে কলকাতার মানুষ, পূর্বাভাস হাওয়া অফিসের।
তবে পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিলেই আবার রাজ্যে বাধাহীন ভাবে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। নামবে তাপমাত্রার পারদ।