আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বিগত কয়েকদিন ধরেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। ফলে রাজ্যে ফের ঠান্ডা উপভোগ করতে পারছেন শীতপ্রেমী মানুষ।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস আরও জানাচ্ছে যে, আগামী ৪-৫ দিনে অনেকটাই নামতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা।
সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) বৃহস্পতিবারের পর তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি।
আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।
আরও পড়ুন - আবারও পাথর বন্দে ভারতে, ভাঙল ট্রেনের কাচ; এবার NJP
আপাতত আবহাওয়া শুষ্ক ও পরিচ্ছন্ন থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।