Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Alert : বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জেলায়, শুক্রবারও ভিজবে বাংলা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2023,
  • Updated 8:39 PM IST
  • 1/7

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দুপুরের পর থেকে কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলেছে। ফলে পাওয়া গিয়েছে কিছুটা স্বস্তি।

  • 2/7

আপাতত ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 

  • 3/7

শনি রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বাড়বে দক্ষিণবঙ্গে। এদিকে শুক্র ও শনিবার তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

  • 4/7

অন্তত তিন-চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে রবি এবং সোমবার তাপমাত্রা আর বাড়বে না। 

আরও পড়ুন - ফ্ল্যাট-বাড়ি ভাড়া নেওয়ার সময় মাথায় রাখুন ৫ বিষয়, ভবিষ্যতে চাপ হবে না

  • 5/7

যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির চলার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

  • 7/7

আগামী ২৪ ঘন্টায় মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন - মে-এর শুরুতেই মঙ্গল-শুক্রর মহাযোগ, ৩ রাশির জন্য সেরা সময়

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement