Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update : আকাশ মেঘলা হলেও নামবে রাতের পারদ, বাতাসে হিমের পরশ

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 11 Dec 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/10

Weather Update: বাংলার আকাশ মেঘলা থাকলেও কমবে রাতের তাপমাত্রা। আগামী দিন কয়েক এমনই পরিস্থিতি থাকবে। ফলে আকাশে-বাতাসে ঠান্ডার আমেজ থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

আরও পড়ুন: নয়া 'কুছ খাস হ্য়ায়!' ক্যাডবেরির নতুন অ্যাডে অর্ধেক আকাশের জয়গাথা

  • 2/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় মেঘলা আকাশ ও সকালে কুয়াশা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তারপর ৩-৪ দিন একই রকম থাকবে।

আরও পড়ুন: হুগলিতে বাড়ির টালির চালা খুলে গুলি করে খুনের চেষ্টা, ভাড়া করা হয়েছিল 'সুপারি কিলার'

  • 3/10

রাজ্যে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। মানে ঝড়জলের কোনও আশঙ্কা নেই বলা যেতে পারে।

আরও পড়ুন: 'তোলামূল'কে হারানোর জন্য ত্রিপুরাকে ধন্যবাদ, TMC-কে বিঁধলেন শুভেন্দু

  • 4/10

কলকাতা এবং আশপাশে মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কাল, রবিবার থেকে থেকে ৪ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।  

আরও পড়ুন: ছাঁট মাল বেচে ২০০ কোটি টাকা ঘরে তুলল পূর্ব রেল, বৃদ্ধি ৮০ শতাংশ

  • 5/10

রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি ধীরে ধীরে কমবে। ধীরে ধীরে শীতের আমেজ ফিরবে রাতে। রবিবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: সিঁথির মোড়ে 'বুর্জ খলিফা' ৫০ টাকায়! শেষ হওয়ার আগে কিনে ফেলুন

  • 6/10

আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে আবাহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

  • 7/10

একই অবস্থা থাকার কথা উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার আবাহওয়া শুষ্ক প্রকৃতির থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের মতো সেখানে আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি থাকার কথা।

  • 8/10

ঘুর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) দিন কয়েক আগে রাজ্যেকে বেজায় জ্বালিয়েছে। পর পর কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে শুরু হয়েছিল বৃষ্টি। যা চলেছিল সোমবার পর্যন্ত। আর এর জেরে নাকাল হতে হয়েছে বাংলার মানুষকে।

  • 9/10

তবে বাঁচোয়া ওই ঘূর্ণিঝড় পরিণত হয়েছিল নিম্নচাপে। ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়লে সমস্যা আরও বাড়ত।

  • 10/10

তবে ঘটনা হল সমস্যা যে হয়নি, এমন নয়। টানা বৃষ্টির জেরে কলকাতার অনেক জায়গা জলে ভরে গিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তেও একই ছবি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও জল জমেছিল। ফলে ফথে-ঘাটে বেরোতে সমস্য়া তৈরি হয় মানুষের।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement