Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: ফেব্রুয়ারির চাঁদিফাটা গরম আর ক'দিন? বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Feb 2023,
  • Updated 5:00 PM IST
  • 1/8

শীত বিদায় নিতেই গরমে হাঁসফাঁস দশা! সকাল থেকে চড়া রোদ। বসন্তেই তীব্র গরম। শুক্রবারও কলকাতা-সহ গোটা রাজ্যে গরমের একই ছবি।

  • 2/8

আবহাওয়া দফতর জানাল,আগামী ৫ দিন দিনের তাপমাত্রা বাড়া বা কমার সম্ভাবনা খুব কম। কলকাতায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। বাকি জায়গা গুলিতে যেমন চলছে তেমনই চলবে।

  • 3/8

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 

  • 4/8

আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে দিন এবং রাতের তাপমাত্রা।

  • 5/8

অতিসম্প্রতি রাজ্যের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হয়েছিল। তবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

  • 6/8

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে আগামী দু-তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জায়গাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

  • 7/8

উত্তরবঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। এই মুহূর্তে সতর্কবার্তাও নেই।

  • 8/8

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement