Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter-Rain Update: রাজ্যের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কনকনে ঠান্ডা কবে ফিরছে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jan 2023,
  • Updated 5:13 PM IST
  • 1/10

মকর সংক্রান্তি আগে হাড় কাঁপানো শীত উধাও হয়ে গিয়েছিল। রবিবার রাত থেকে ঠান্ডা ফিরতে শুরু করেছে ঠান্ডা। তবে আগের মতো জমাটি শীত আর নেই। এর মধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।  

  • 2/10

রবিবার রাত থেকে কমতে শুরু করেছে রাজ্যের তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। 

  • 3/10

হাওয়া অফিস জানিয়েছে,রাতের তাপমাত্রা গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রার কোনও বদল নেই। 

  • 4/10

দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। কোথাও কোথাও রয়েছে হালকা কুয়াশার সম্ভাবনা। 

  • 5/10

১৭ জানুয়ারি রাত এবং ১৮ জানুয়ারি সকালের দিকে পূর্ব মেদিনীপুর-পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 

  • 6/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রয়েছে কনকনে ঠান্ডাও।  

  • 7/10

উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে। কনকনে ঠান্ডাও অনুভূত হবে। 

  • 8/10

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সে কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হয়েছে। 

  • 9/10

পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমেছিল। তার জায়গায় প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে।

  • 10/10

হাওয়া অফিস জানিয়েছে,খুব শীঘ্রই রাজ্যে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। ফিরবে শীত। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement