Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Update: জোড়া ফলায় শীত কি পাকাপাকি বিদায় নিচ্ছে? যা জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jan 2023,
  • Updated 5:00 PM IST
  • 1/10

শুরু হয়ে গিয়েছে মাঘ মাস। শীত শীত অনুভূত হলেও হাড়কাঁপানো ঠান্ডা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হয়নি। তবে ঠান্ডা আর কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং ভরা মাঘেই গরমের পূর্বাভাস রয়েছে।     

  • 2/10

হাওয়া অফিস জানিয়েছে,আগামী কয়েক দিনে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। দু’দিন রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হলেও তা বেশি দিন স্থায়ী হবে না।

  • 3/10

দু’দিন পর থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

  • 4/10

হাওয়া অফিস জানিয়েছে,আগামী ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। তারপর থেকেই হু হু করে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হবে। 

  • 5/10

২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজোয় ঠান্ডা থাকবে না। বরং রীতিমতো গরম পড়তে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • 6/10

২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

  • 7/10

কেন ঠান্ডা থাকবে না? হাওয়া অফিস জানিয়েছে, শীত উধাও হওয়ার নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত।

  • 8/10

আগামিকাল, শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। 

  • 9/10

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত জোড়া ফলায় আপাতত শীত বিদায় নিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পে ঢুকবে রাজ্যে।

  • 10/10

শীত কি ফিরবে? হাওয়া অফিস বলছে,তাপমাত্রা কমার কোনও লক্ষণ আপাতত নেই। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ার কতটা প্রভাব থাকে তার উপরে নির্ভর করছে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement