কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ (Winter In Bengal)। ঘূর্ণিঝড় সিতরাং পরবর্তী সময়ে পরিবর্তন এসেছে তাপমাত্রায়।
বর্তমানে ভোরের দিকে একাধিক জেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। যদিও বেলা বাড়লে বাড়ছে গরমের অনুভূতি।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, রবিবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী ৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে।
অর্থাৎ সেইদিক থেকে দেখতে গেলে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির কোনও আশঙ্কা আপাতত নেই।
আরও পড়ুন - মিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা, বিচারপতিদের সামনেই বললেন...
প্রায় একই অবস্থা উত্তরবঙ্গেও (North Bengal)। সেখানেও আগামী ৪ নভেম্বর পর্যন্ত তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
শুধুমাত্র ৪ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে।