Advertisement

পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast In West Bengal : জগদ্ধাত্রী পুজোও কি মাটি করবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2022,
  • Updated 3:15 PM IST
  • 1/7

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ (Winter In Bengal)। ঘূর্ণিঝড় সিতরাং পরবর্তী সময়ে পরিবর্তন এসেছে তাপমাত্রায়। 

  • 2/7

বর্তমানে ভোরের দিকে একাধিক জেলায় বেশ শীত অনুভূত হচ্ছে। যদিও বেলা বাড়লে বাড়ছে গরমের অনুভূতি।

  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, রবিবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সেটি স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

  • 4/7

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী ৪ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। 

  • 5/7

অর্থাৎ সেইদিক থেকে দেখতে গেলে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির কোনও আশঙ্কা আপাতত নেই। 

আরও পড়ুনমিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা, বিচারপতিদের সামনেই বললেন...

  • 6/7

প্রায় একই অবস্থা উত্তরবঙ্গেও (North Bengal)। সেখানেও আগামী ৪ নভেম্বর পর্যন্ত তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। 

  • 7/7

শুধুমাত্র ৪ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে।  

Advertisement
Advertisement