Advertisement

পশ্চিমবঙ্গ

Covid Vaccination: শীঘ্রই রাজ্যের কলেজ পড়ুয়াদের টিকাকরণ শুরু করছে স্বাস্থ্য দফতর!

Aajtak Bangla
  • 23 Sep 2021,
  • Updated 4:45 PM IST
  • 1/5

রাজ্যে স্কুল-কলেজ কবে খুলবে, এ প্রশ্নের উত্তর এখনও কারও জানা নেই! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে স্কুল চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • 2/5

এই শর্ত বর্তায় কলেজে ক্লাসরুমে বসে আগের মতো পঠনপাঠন চালু করার ক্ষেত্রেও। কিন্তু পড়ুয়াদের সকলের করোনা টিকা নেওয়া না হলে এ ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। তাই এবার কলেজ পড়ুয়াদের টিকাকরণের বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর।

  • 3/5

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৫.২ কোটি নাগরিককে করোনার টিকাকরণের আওতায় আনা গিয়েছে। এবার সব কলেজের পড়ুয়াদের দ্রুত টিকা দেওয়ার কাজ সেরে ফেলতে চায় স্বাস্থ্য দফতর।

  • 4/5

সিদ্ধান্ত হয়েছে যে, কলেজ পড়ুয়াদের পাশাপাশি যে সকল শিক্ষাকর্মীর টিকা নেওয়া এখনও বাকি, তাঁদেরও এ বার করোনার টিকা দেওয়া হবে। এর জন্য জেলাশাসকদের উদ্যোগী হতে হবে।

  • 5/5

স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ জানান, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, কোথায় করোনা টিকাকেন্দ্র করা হলে কলেজ পড়ুয়াদের সুবিধা হবে। কলেজ খোলার আগেই পড়ুয়াদের টিকা দিয়ে নিতে চায় স্বাস্থ্য দপ্তর। তবে তার দিন-ক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement