বৃষ্টি জারি পশ্চিমবঙ্গে। রবিবার (Sunday) ছুটির দিনেও সকাল থেকে বৃষ্টি শুরু রাজ্যের বিভিন্ন জায়াগায়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে অবশ্য এদিনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়।
হাওয়া অফিস জানাচ্ছে, এদিনও মেঘলাই থাকবে শহর কলকাতার (Kolkata) আকাশ। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি।
এদিন শহর কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। অন্যদিকে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার পাশপাশি এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশকয়েকটি জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন বৃষ্টি হতে পারে, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান (East Burdwan), হুগলি (Hooghly) সহ বেশকিছু জেলায়। কোথাও কোথাও তো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
এদিকে বৃষ্টির পরিমান বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ছে রাজ্যের প্লাবন পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। প্রসঙ্গত, লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় হুগলি, হওড়া, নদিয়া সহ বেশকয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকায়।