Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Rain Forecast : বৃষ্টির পূর্বাভাস কিছু জেলায়, তাপমাত্রা কমবে?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 28 Mar 2022,
  • Updated 5:21 PM IST
  • 1/7

বিগত বেশ কয়েকদিন ধরেই বেশ গরম অনুভূত হচ্ছে শহর কলকাতাসহ (Kolkata) বেশিরভাগ জেলায়। তবে এই মুহূর্তে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস দিল না হাওয়া অফিস।

  • 2/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এখন দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়া মূলত শুষ্ক রয়েছে। 

  • 3/7

আগামী ২৪ ঘণ্টা পর থেকে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমের কিছুটা অংশে হতে পারে হালকা বৃষ্টিপাত। তবে বেশিরভাগ জেলা শুষ্কই থাকবে। তাপমাত্রারও খুব বেশি পরিবর্তন আগামী ২ দিনে নেই। 

  • 4/7

একইসঙ্গে কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে আজ শহরের তাপমাত্রা একটু বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুনশরীরে এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হন, হতে পারে Vitamin D-র ঘাটতি

  • 5/7

তবে দক্ষিণে বৃষ্টির সেভাবে খবর না থাকলেও ভিজতে পারে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। 

  • 6/7

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এরমধ্যে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। 

  • 7/7

আগামী ৩১ মার্চ ও পয়লা এপ্রিল নাগাদ বৃষ্টি একটু বাড়তে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement
Advertisement