রাজ্যে মোটের ওপর আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে।
কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলে আকাশ থাকবে মূলত পরিচ্ছন্ন।
আরও পড়ুন - হাত-পায়ে ঝি ঝি? হতে পারে এই ভিটামিনের অভাব, সমাধান রয়েছে বাড়িতেই
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও সোমবার (Monday) দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদিও জাঁকয়ে শীত কবে তা এখনও স্পষ্ট করে জানায়নি আলিপুর আহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, এই সময় যেমন ঠান্ডা থাকার কথা তেমনই আছে। ধীরে ধীরে এই তাপমাত্রা নামবে।