Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weekly Weather Forecast : আপাতত শুষ্কই থাকছে বঙ্গ, এই দিন থেকে ফের বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2022,
  • Updated 2:44 PM IST
  • 1/8

আপাতত বৃষ্টির তেমন কোনও খবর নেই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত ১৮ তারিখ পর্যন্ত কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বভাস নেই। 

  • 2/8

১৯ তারিখ রাজ্যের পশ্চিমের দিকের জেলাগুলি যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। 

  • 3/8

পরের দিন অর্থাৎ ২০ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। 

আরও পড়ুনITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?

  • 4/8

২১ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। 

  • 5/8

তবে আগামী ১৮ তারিখ উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ২০ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গে (South Bengal) হতে পারে ভারী বৃষ্টি।

  • 6/8

যদিও তার জেরে কালীপুজোয় বৃষ্টি হবে কি না সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

  • 7/8

এক্ষেত্রে আবহাওয়া দফতরের তরফে অবশ্য এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত বা সুপার সাইক্লোন সংক্রান্ত কোনওরকম পূর্বাভাস দেওয়া হয়নি। 

  • 8/8

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) কয়েকদিন আগে পর্যন্ত টানা বৃষ্টি চললেও আপাতত ২১ তারিখ পর্যন্ত সেখানে তেমন কোনও বর্ষণের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।    

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement