Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Kalbaisakhi Forecast : কয়েকটি জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কালবৈশাখী

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2022,
  • Updated 6:28 PM IST
  • 1/11

West Bengal Kalbaisakhi Forecast: আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্বস্তি পেতে পারেন মানুষ। বিশেষ করে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 2/11

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আাগমী কয়েকদিন তা চলবে। মানে সেখানে টানা বৃষ্টি চলবে আরও কয়েক দিন ধরে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। তবে তা বৃহস্পতি-শুক্রবার পর্যন্ত। কলকাতায় আজ, বৃহস্পতিবার (১৯ মে) কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 

  • 3/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ, বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 4/11

তারা আরাও জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী ৫ দিন ওপরের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Amazon দিচ্ছে এই গেজেটস, ৫০ টাকায় স্মার্টফোনকে বানান সুপারফোন

আরও পড়ুন: সাবওয়ে জুড়বে মেট্রোর বিমানবন্দর স্টেশন-দমদম এয়ারপোর্ট, শুরু কাজ

আরও পড়ুন: টয়লেট সিটের একটা ভুলেই এই রোগ, কী বলছেন ডাক্তাররা?

  • 5/11

দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়।  

  • 6/11

গাঙ্গেয় বাংলায় আগামী ৪-৫ দিনের মধ্যে দিনের তাপমাত্রায় বিশেষ কোনও ফারাক দেখা যাবে না। একই অবস্থা থাকার কথা উত্তরবঙ্গেও।

  • 7/11

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ নেই এখন কোনও। তবে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।

  • 8/11

অক্ষরেখা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 9/11

তবে দক্ষিণবঙ্গে গরমে বেশ নাজেহাল মানুষ। ঘেমেনেয়ে সমস্যায় পড়েছেন সবাই। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে। তাই এখানে অস্বস্তি সূচক বেড়ে গিয়েছে। আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি বাতাসে। সে কারণে ঘাম হচ্ছে, অস্বস্তিকর আবহাওয়া রয়েছে।

  • 10/11

কালবৈশাখী হলে স্বস্তি পাওয়া যাবে। কারণ তখন বাতাস বয়। এর ফলে তাপমাত্রা কমবে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। 

  • 11/11

এ বছর বেশ কয়েকটা কালবৈশাখীর দেখা মিলেছে। রাজ্য়ের বিভিন্ন জেলায় বৃষ্টিও হয়েছে। দেশে বর্ষা আসতে চলেছে। তারপর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 

Advertisement
Advertisement