West Bengal Kalbaisakhi Kolkata Nor'westers: রাজ্যে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। হতে পারে বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টিও। বাংলার কম-বেশি সব জেলাই ভিজবে। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কাল, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। টানা ঝড়বৃষ্টি চলবে কয়েকদিন।
একই ছবি থাকার কথা পরের কয়েকদিনও। মানে সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়ার গতিবেশ বেশি থাকতে পারে। সে সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইতে পারে।
আরও পড়ুন: টয়লেট সিটের একটা ভুলেই এই রোগ, কী বলছেন ডাক্তাররা?
আরও পড়ুন: দেখতে 'Cute', লাগে না লাইসেন্স, এক চার্জেই চলে ১০০ কিলোমিটার
আরও পড়ুন: ITR ফাইল করে ভেরিফাই করিয়েছেন তো? না হলে গুণতে হবে মোটা টাকা
আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।
উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। সেখানে আগামী কয়েকদিন পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। সেখানকার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছ।
সেগুলো হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এর পাশাপাশি বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টি হবে।
আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা আগামী ৫ দিনে বিশেষ বদলাবে না।
চলতি মরশুমে রাজ্যে বেশ কয়েকটা কালবৈশাখীর দেখা মিলেছে। যার জেরে রাজ্য়ের বিভিন্ন জেলায় ভাল বৃষ্টিও হয়েছে।
দেশে বর্ষা আসতে চলেছে ঠিকঠাক সময়েই। তারপর স্বাভাবিক ভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।