Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Kalbaisakhi Kolkata Nor'westers : কাল থেকে টানা ঝড়জল, ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2022,
  • Updated 6:55 PM IST
  • 1/12

West Bengal Kalbaisakhi Kolkata Nor'westers: রাজ্যে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। হতে পারে বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টিও। বাংলার কম-বেশি সব জেলাই ভিজবে। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 

  • 2/12

কাল, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। টানা ঝড়বৃষ্টি চলবে কয়েকদিন।

  • 3/12

একই ছবি থাকার কথা পরের কয়েকদিনও। মানে সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়ার গতিবেশ বেশি থাকতে পারে। সে সময় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাস বইতে পারে। 

আরও পড়ুন: টয়লেট সিটের একটা ভুলেই এই রোগ, কী বলছেন ডাক্তাররা?

আরও পড়ুন: দেখতে 'Cute', লাগে না লাইসেন্স, এক চার্জেই চলে ১০০ কিলোমিটার

আরও পড়ুন: ITR ফাইল করে ভেরিফাই করিয়েছেন তো? না হলে গুণতে হবে মোটা টাকা
 

  • 4/12

আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।

  • 5/12

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 6/12

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। সেখানে আগামী কয়েকদিন পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। সেখানকার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছ।

  • 7/12

সেগুলো হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এর পাশাপাশি বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টি হবে। 

  • 8/12

আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 9/12

বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

  • 10/12

ঝড়বৃষ্টি হলেও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা আগামী ৫ দিনে বিশেষ বদলাবে না। 

  • 11/12

চলতি মরশুমে রাজ্যে বেশ কয়েকটা কালবৈশাখীর দেখা মিলেছে। যার জেরে রাজ্য়ের বিভিন্ন জেলায় ভাল বৃষ্টিও হয়েছে। 

  • 12/12

দেশে বর্ষা আসতে চলেছে ঠিকঠাক সময়েই। তারপর স্বাভাবিক ভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

Advertisement
Advertisement