পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়াফলায় সোমবারও (Monday) আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, সোমবার ২৪ তারিখ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে মঙ্গলবারও (Tuesday)। সেক্ষেত্রে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। কয়েকটি জেলার হতে পারে শিলাবৃষ্টিও।
হাওয়া অফিস জানাচ্ছে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। মূলত তার প্রভাবেই বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গে।
এদিকে এই পরিস্থিতিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবির নিচে থাকলেও, স্বাভাবিকের ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।
পাশাপাশি সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন - NEET PG কাউন্সেলিং রাউন্ড ওয়ানের ফলাফল প্রকাশিত, কোথায় দেখবেন?
হাওয়ার অফিসের পূর্বাভাস, বুধবার থেকে পরিষ্কার হতে পারে আকাশ। একইসঙ্গে তখনই ফিরতে পারে শীতের আমেজও।