Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast: চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, ক'দিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2022,
  • Updated 6:54 AM IST
  • 1/9

অবশেষে দিন দু'য়েক টানা বৃষ্টির দেখা মিলল দক্ষিণবঙ্গে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টিপাতের পরিণাম। দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে।
 

  • 2/9

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা উপকূলে নিম্নচাপের সৃষ্টি এবং অক্ষরেখার দূরে সরে যাওয়ায় নানা ভৌগলিক অঙ্ক দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
 

  • 3/9

বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 

  • 4/9

যে কারণে আজও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 5/9

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।
 

  • 6/9

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের থাকবে।
 

  • 7/9

দক্ষিণবঙ্গে  মাঝারি বৃষ্টি হলেও  বিক্ষিপ্তভাবে দু'এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ,হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া জেলায়।মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 
 

  • 8/9

উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 9/9

অন্যান্য জেলাগুলিতে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মৌসুমী অক্ষরেখা উত্তরে সরে এলে সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement