West Bengal Rain: টানা গরমে যেন পুড়ে গিয়েছিল দক্ষিণবঙ্গ। বৃষ্টির দেখা নেই। সবাই তাকিয়ে ছিলেন সে দিকে। তবে একেবারে আলাদা ছবি উত্তরবঙ্গে। সখানে বেশ বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ছিল বেশ নীচে।
অবশেষে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হয়। ঝমঝমিয়ে নামে বৃষ্টি। ফলে স্বস্তি পান মানুষ। কলকাতায় দু'মাস পর বৃষ্টি হল।
এর জেরে তাপমাত্রা কিছুটা কমে। রেহাই পান মানুষ। রবিবারও অনেকটা একই পরিস্থিতি ছিল। আপাতত গরমের দাপট কিছুটা কমেছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলতে পারে টানা কয়েকদিন। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ২০২১ সালে ডবল টাকা ফিরিয়েছে এই কোম্পানিগুলো, দেখুন Top 10
আরও পড়ুন: সুব্রত-শান্তনু ঠাকুর যোগ দিক TMC-এ, আহ্বান মতুয়ানেত্রী মমতার
আরও পড়ুন: বিয়ের পর প্রথম Christmas Celebration ভিকি-ক্যাটরিনার, দেখুুন PHOTOS
দেখে নেওয়া যাক, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, মঙ্গলবার (৩ মে) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে। ৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই সব ক'টি জেলার বিভিন্ন অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, জেনে নেওয়া যাক। সেখানেও একই ছবি থাকার কথা।
মানে উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার কথা। বৃষ্টি অথবা বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ৩৩ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ এবং ৬০ শতাংশ।