Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Summer Update: 'ফুটছে' দক্ষিণবঙ্গ, কতদিন চলবে দহন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2022,
  • Updated 8:24 AM IST
  • 1/7

প্রাণ ওষ্ঠাগত গরম থেকে যে আপাতত মুক্তি নেই তা সোমবারই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানায়, আপাতত ২৮ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

  • 2/7

২৯ তারিখ থেকে পরিস্থিতি একটু পরিবর্তন হতে পারে। যদিও সেটি খুব একটা উল্লেখযোগ্য নয়। তবে আগামী মাসের ২ তারিখ থেকে রয়েছে বৃষ্টি সম্ভাবনা।

  • 3/7

তার আগে আপাতত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) বাকি সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 

আরও পড়ুনএই গাছ থেকে সৃষ্টি হয়েছে ঝরনা! কান্ড থেকে জলের তোড়

  • 4/7

এই ৩ জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তেও পারে। এক্ষেত্রে সংজ্ঞা অনুযায়ী কলকাতায় (Kolkata) তাপপ্রবাহ না থাকলেও পরিস্থিতি তেমনই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 5/7

আজ মঙ্গলবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ওপরের জেলাগুলিতে যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তেমনই চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 7/7

 তবে মালদা জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 

Advertisement
Advertisement