Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Weather News Today : আজ দুইবঙ্গেও ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2023,
  • Updated 6:42 AM IST
  • 1/7

আজ বৃহস্পতিবারও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ ঝড়বৃষ্টির পরিমান অনেকটাই বেশি হতে পারে। 

  • 2/7

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জায়গাতেই হতে পারে ঝড়বৃষ্টি। তারপর শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।

  • 3/7

এককথায় বলতে গেলে আগামী ২৯ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। 

আরও পড়ুন - 'দু'জনেই দুর্নীতিবাজ', মমতা-কেজরিওয়ালকে একযোগে নিশানা শুভেন্দুর

  • 4/7

মোটামুটি একই পূর্বাভাস শহর কলকাতার (Kolkata) জন্যও। শনিবার পর্যন্ত থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আপাতত ৩-৪ দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। 

  • 5/7

পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ঝড় বৃষ্টি চলবে ২৫ ও ২৬ তারিখ। 

আরও পড়ুন - প্রয়াত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়, ছোটপর্দার জগতে নক্ষত্র পতন

  • 6/7

এর মধ্যে ওপরের পাঁচটা জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 

  • 7/7

এর ফলে আপাতত পাঁচ দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। আগের থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা আরও একটু কমবে। আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement