আজ বৃহস্পতিবারও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ ঝড়বৃষ্টির পরিমান অনেকটাই বেশি হতে পারে।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জায়গাতেই হতে পারে ঝড়বৃষ্টি। তারপর শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।
এককথায় বলতে গেলে আগামী ২৯ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন - 'দু'জনেই দুর্নীতিবাজ', মমতা-কেজরিওয়ালকে একযোগে নিশানা শুভেন্দুর
মোটামুটি একই পূর্বাভাস শহর কলকাতার (Kolkata) জন্যও। শনিবার পর্যন্ত থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আপাতত ৩-৪ দিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) ঝড় বৃষ্টি চলবে ২৫ ও ২৬ তারিখ।
আরও পড়ুন - প্রয়াত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়, ছোটপর্দার জগতে নক্ষত্র পতন
এর মধ্যে ওপরের পাঁচটা জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
এর ফলে আপাতত পাঁচ দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না। আগের থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা আরও একটু কমবে। আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।