বৃষ্টির ভ্রূকুটি আজ থেকেই। মঙ্গলবার রাতের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি শেষে ফের খারাপ খবর!
বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে ২২ জানুয়ারির পর বাড়বে তাপমাত্রা। ফলে শীত আবারও কমবে, বাড়বে গরম অনুভূতি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০ তারিখ কনকনে ঠান্ডা পড়তে পারে। তবে ২২ তারিখ থেকে চড়বে পারদ।
আজ থেকে রাজ্যের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুরের মধ্যে উপকূলের অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মূলত মেঘলা থাকবে।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাবও থাকছে।
এই কারণে পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে আরও দু'দিন।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বিহার সংলগ্ন জেলাগুলিতে ওপর আসার সম্ভাবনা বেশি থাকবে।
আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা একই রকম থাকবে। সামান্য পরিবর্তন হলেও খুব একটা তাপমাত্রা কমবে না।