এবার মকর সংক্রান্তিতে অন্য সব বছরের ন্যায় হাড়কাঁপানো শীত পড়েনি। তাই শীতের বিদায়ের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এররমধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস বঙ্গে ফের ফিরতে পারে শীত। শীঘ্রই স্বাভাবিকের থেকে আরও ২-৩ ডিগ্রি কমতে পারে পারদ।
হাওয়া অফিস পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও বাড়বে শীতের প্রকোপ। যদিও বুধবার দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের আশা কম।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন রাজ্যের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুরের মধ্যে বাংলার উপকূল সংলগ্ন এলাকায় এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই ৫ জেলা ছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আকাশ এদিন মূলত মেঘলা থাকবে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। উল্টোদিকে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাবও থাকছে। এই কারণে পশ্চিমের দিকে জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনা আছে বলছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরো দু'দিন থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। বিহার সংলগ্ন জেলাগুলিতেও কুয়াশার প্রভাব বেশি থাকবে।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ৪৮ ঘন্টায়। সামান্য পরিবর্তন হলেও খুব একটা তাপমাত্রা কমবে না।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আচমকাই দক্ষিণবঙ্গ থেকে শীত উধাও হয়েছে। তবে ২২ জানুয়ারি থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।ফলে আগামী সপ্তাহে ফের একবার দেখা যেতে পারে শীতের দাপট। সেই ক্ষেত্রে শেষবেলায় প্রভাব জাহির করবে শীত।
কলকাতার গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস বলছে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন এই মুহূর্তে নেই।