Advertisement

পশ্চিমবঙ্গ

Rain Forecast: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলিতে, রেহাই মিলবে দক্ষিণবঙ্গে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2022,
  • Updated 6:58 AM IST
  • 1/8

দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাতের দেখা মিলল না। এই রোদ তো এই বৃষ্টি, এমনই হালকা থেকে ভারী মেজাজে মাটি ভেজাচ্ছে বৃষ্টি। এদিকে এ মরসুমে বৃষ্টির ঘাটতির পরিমাণও বেড়ে চলেছে। তবে কবে মিলবে ভারী বৃষ্টির দেখা? আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া?
 

  • 2/8

রাজ্যজুড়ে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 
 

  • 3/8

তবে বাকি কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিন, শনি, রবি ও সোম দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 
 

  • 4/8

তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন-চারদিনে মধ্যে নেই। 
 

  • 5/8

ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও মৌসুমী অক্ষরেখা যা আমাদের রাজ্যের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল তা আরও একটু দক্ষিণে সরে গেছে। 
 

  • 6/8

জামশেদপুর এবং বালাসোর হয়ে ওড়িশা উপকূল দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই কারণে পূর্ব ভারতের কোনও রাজ্যেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

  • 7/8

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতেও আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ মেঘলা থাকছে।
 

  • 8/8

আপাতত ভারী বৃষ্টিপাতের অপেক্ষাতাই থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীদের।

Advertisement
Advertisement