Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: কলকাতায় ১২ ডিগ্রিতে নেমেছে পারদ, কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2023,
  • Updated 7:07 AM IST
  • 1/10

রাজ্য জুড়ে শীতের শিরশিরানি। কলকাতায় তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আরও নামতে পারে তাপমাত্রা। ফলত, জানুয়ারির প্রথম সপ্তাহে শীতের কামড় ভালই অনুভব করতে হবে কলকাতা সহ রাজ্যবাসী।
 

  • 2/10

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁয়েছে, সঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশা।

  • 3/10

বছর শেষে ঠান্ডা খানিকটা বাড়লেও, বছর শুরুতেই ফের ধিকিধিকি কমতে থাকে ঠান্ডা।  জলীয়বাষ্প কাটিয়ে এখন স্বাভাবিক পরিস্থিতি।
 

  • 4/10

আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। যদিও, দিনের তাপমাত্রায় খুব একটা বদল হবে না। 
 

  • 5/10

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমবে, এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস থেকে। 
 

  • 6/10

তবে, ঠান্ডার দাপট খানিকটা থিতু হবে ৮ জানুয়ারির পর। কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

  • 7/10

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারের মধ্যে আরও ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
 

  • 8/10

জেলাগুলিতে- বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
 

  • 9/10

উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। 
 

  • 10/10

দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল লাগোয়া এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
 

Advertisement
Advertisement