Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Winter Update 2022 : বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাড়বে তাপমাত্রা, কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2022,
  • Updated 6:53 AM IST
  • 1/8

এই মুহূর্তে রাজ্যে মেজার কোন ওয়েদার সিস্টেম নেই। শুধুমাত্র উত্তর-পশ্চিম দিক দিয়ে একটা বায়ু প্রবাহিত হচ্ছে। ফলে ২৩ তারিখ অর্থাৎ আগামিকাল শুক্রবার পর্যন্ত আহাওয়ায় বিশেষ কোনও বড়সড় পরিবর্তন দেখা যাবে না, জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/8

এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা রয়েছে, তেমনটাই বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 3/8

আজ কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে দাঁড়াল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। এই সপ্তাহের শুরু থেকে ক্রমশই নামতে দেখা গিয়েছে তাপমাত্রা।

  • 4/8

তবে ২৩ তারিখের পর উত্তর ও দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে প্রায় দুই থেকে চার ডিগ্রি।

আরও পড়ুন - রাতে ঘুমের আগে করুন সহজ ৩ কাজ, ওজন কমবে হুড়মুড়িয়ে

  • 5/8

আসলে ২৪ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের (Bay Of Bengal) নর্থ বে রিজিয়ানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে প্রচুর পরিমানে আর্দ্রতার প্রবেশ হবে। আর বাড়তে শুরু করবে তাপমাত্রা। 

  • 6/8

এক্ষেত্রে বড়দিনে রাজ্যের সমস্ত জেলাতেই তাপমাত্রা বেড়ে গিয়ে ঠান্ডা কমে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 7/8

হাওয়া আফিস আরও জানাচ্ছে আজ ও আগামিকাল নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) উত্তর দিনাজপুর ও মালদায় থাকতে পারে ঘন কুয়াশা। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। 

  • 8/8

অন্যদিকে দক্ষিণবঙ্গেও আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Advertisement