রাজ্যে আপাতত থাকছে শুষ্ক আবহাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ৪-৫ দিন উত্তর ও দক্ষিণ (South Bengal), দুই বঙ্গেই থাকবে শুষ্ক আবহাওয়া। তবে ১১ তারিখ নাগাদ উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং ও কালিম্পং, এই দুই জেলায় হতে পারে হালকা বৃষ্টিপাত।
পাশাপাশি তাপমাত্রাতেও আপাতত উল্লেখযোগ্য কোনও পরিবর্তন থাকবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
তবে সপ্তাহান্তে তাপমাত্রা ১ ডিগ্রি কমতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কিন্তু জাঁকিয়ে শীত (Winter In West Bengal) মোটামুটি কবে থেকে, সেই বিষয়ে নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি হাওয়া অফিস। তাই শীতপ্রেমিরা এখনই নিশ্চিন্ত পারছেন না।
অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন - শূন্যপদ-আন্দোলনেও শিক্ষকের অভাবে বন্ধ স্কুল, দুই ভিন্ন ছবি বাংলায়
তবে পশ্চিমবঙ্গে নয়, তার প্রভাব তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যে পড়বে বলেই মনে করছেন আহাওয়াবিদরা।
প্রসঙ্গত, কিছুদিন আগে ঘূর্ণিঝড় সিতরাংয়ের জেরেও যথেষ্টই বৃষ্টি হয় এই রাজ্যের বেশ কিছু জেলায়।