আরও কমল তাপমাত্রা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত কোনও ওয়েদার সিস্টেম নেই।
দিন আপাতত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়াই থাকবে। আরও কিছুটা কমল রাতের তাপমাত্রা। কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
আরও পড়ুন - সামনেই বিয়ের মরশুম, তেল-ঝাল-মশলা খেয়েও বাড়বে না ওজন, যদি ডায়েটে থাকে এই ফল
দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ২ দিনের মধ্যে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এখনই স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি কম আছে। সেটি আরও কিছুটা কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal) আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
তবে ১৬ তারিখের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় হতে পারে বজ্যবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত।