ঘূর্ণিঝড় সিতরাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হলেও, বিপুল কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আজ সকালে থেকে বিভিন্ন জেলায় ঝলমলে আকাশও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত এরাজ্যে কোনও ওয়েদার সিস্টেম নেই।
ফলে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় প্রায় ৪ ডিগ্রি বেড়ে যাবে।
সোমবারের ঘূর্ণিঝড়ের জেরে তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি নেমে গিয়েছিল। ফলে আজ ভোরের দিকে বেশ ঠান্ডার আমেজ পাওয়া যায়। তবে তাপমাত্রা বেড়ে আবার ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও ওপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - মাঝে মাত্র আর একটা দিন, বুধের গোচরে তারপরেই ৪ রাশির জীবনে সর্বসুখ
এমনকী পরবর্তী ৪ দিন তাপমাত্রা এমনটা থাকতে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।
তবে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে খুব হালকা এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
তারপর থেকে অবশ্য উত্তরবঙ্গেও থাকবে শুষ্ক আবহাওয়া। তবে রাজ্যে শীত কবে থেকে, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না।