শীতের দাপট অব্যাহত। শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের জেলাগুলিতেও কনকনে ঠান্ডা।
আজ বুধবার শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে কয়েক ডিগ্রি বেড়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। কিন্তু বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের মতোই রয়েছে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এদিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিস্কার হয়ে যাবে।
তবে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ক্রিসমাসের (Christmas) সময়টা ঠান্ডা একটু কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।