Advertisement

বিশ্ব

বিশ্ব রেকর্ড! ১০ সেকেন্ডে ধূলিসাৎ ১৪৪ তলা বিল্ডিং

Aajtak Bangla
  • 09 Dec 2020,
  • Updated 11:45 PM IST
  • 1/5

একটি বিল্ডিং তৈরি করতে কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু এটি ধ্বংস করতে কয়েক সেকেন্ড সময় লাগে। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতেও এমনই এক ঘটনা ঘটল। যা গড়ল বিশ্ব রেকর্ডও। ১৪৪ তলা বিশিষ্ট টাওয়ার মাত্র ১০ সেকেন্ডে ধূলিসাৎ করে ফেলা হল। এত অল্প সময়ে মীনা প্লাজার ১৪৪ তলা বিশিষ্ট টাওয়ারটি ভেঙে যাওয়ার পর এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে এত উঁচু বিল্ডিং এমন চোখের পলকে কখনও ভেঙে ফেলা যায়নি।
 

  • 2/5

১৬৫ মিটার উঁচু টাওয়ারটি একটি কন্ট্রোলড ডিনামাইট দিয়ে ব্লাস্ট করে ভেঙে ফেলা হয়। এই বিল্ডিংটি মীনা প্লাজার অংশ ছিল। বিল্ডিংটি ধ্বংস করতে প্রায় ৯১৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়। এর পরই চোখের পলকে অদৃশ্য হয়ে যায় উচ্চতর বাড়িটি।

  • 3/5

এখনও পর্যন্ত সবচেয়ে কম সময়ে ১৬৫ মিটারের বেশি উঁচু বিল্ডিং এভাবে ধূলিসাৎ করার ঘটনা এই প্রথম। আর সে কারণেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল এই বিস্ফোরণ।
 

  • 4/5

চলতি বছরের ২৭ নভেম্বর আবুধাবিতে এই বিল্ডিং মোডান প্রপার্টি কিনেছিল। আবুধাবি পৌর নিয়ন্ত্রক এই ভবনটি ভেঙে দেওয়ার ঘোষণা করে। এরপর আবু ধাবি মিডিয়া অফিস এবং পৌর ও পরিবহণ অধিদফতরের (ডিএমটি) তরফে সেই ঘোষণা জানিয়ে দেওয়া হয়। 
 

  • 5/5


বিল্ডিংটি ভেঙে ফেলার আগে এই অঞ্চলের দোকান ও মার্কেটগুলি সাময়িকভাবে বন্ধ করা হয়। মোডেনের চিফ এক্সিকিউটিভ বিল ওরেগন গাল্ফ নিউজকে বলেন, বাড়িটি ভেঙে ফেলার পরে সাইটটি পরিদর্শন করা হচ্ছে এখন।

Advertisement
Advertisement