September 9/11 attacks anniversary: অভিশপ্ত ৯/১১ জঙ্গি হামলার আজ ২০ বছর। ২০০১-এর ১১ সেপ্টেম্বর, ভারতে রবিবার সন্ধ্যা এবং আমেরিকাতে ভোর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বকে কাঁপিয়ে দেয় ভয়ানক বিমান হামলা, নেপথ্যে ছিল কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল-কায়দা। যাতে প্রাণ হারান প্রায় ৩,০০০ মানুষ। ৯/১১-র মর্মান্তিক ছবিগুলি সেই ভয়াবহতার নিদর্শন।
টুইন টাওয়ারে পর পর বিমান হানায় ভেঙে পড়ে টাওয়ারের ওপরের অংশ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিমান হামলায় ধুলোয় মিশে গেছিল টুইন টাওয়ার। প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে থাকে শ'য়ে শ'য়ে মানুষ।
ভেঙে পড়ার প্রায় আধ ঘণ্টা পর ধুলো, ধোঁয়ার অন্ধকারে ঢেকে যায় ওই এলাকা। সঙ্গে বিকট বিস্ফোরণের আওয়াজ। ঘটনার দায় স্বীকার করে ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল-কায়েদা।
সেই হামলার ২০ বছর পেরোলেও ভয়ানক হামলার স্মৃতির দগদগে ক্ষত এখনও জীবন্ত।
অভিশপ্ত সকালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে থাকা মানুষগুলি যাঁরা বেঁচে গিয়েছিলেন, তাঁরা প্রাণ ভয়ে ১০০ তলা থেকে ঝাঁপ দিতে শুরু করেন। প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপের এই দৃশ্য গোটা দুনিয়ার কাছে হৃদয় বিদারক।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে বিমানগুলো ভবনে আছড়ে পড়ার পর দুটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ারের দ্বিতীয়টি ভেঙে পড়ার সময় মানুষ হতবাক হয়ে দেখছে।
আমেরিকার এয়ারলাইন্সের ফ্লাইট ৭৭ উদ্ধারকাজে নামে নিরাপত্তা কর্মীরা।
ভেঙে পড়া পেন্টাগনের ধুলো, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
ভেঙে পড়া টুইন টাওয়ারের ভিতর থেকে আহত, বিধ্বস্ত, আতঙ্কিত মানুষদের উদ্ধার করে আনেন উদ্ধারকারীরা।
মৃত্যুকে সামনে থেকে দেখায় চোখে মুখে আতঙ্কের ছাপ।
ভয়াবহ জঙ্গি হামলাকে চাক্ষুষ দেখে স্তব্ধ হয়ে যায় নিউইয়র্কবাসী।