এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড গড়ে ফেললেন জো বাইডেন। এমনকি তিনি পেছেনে ফেলে দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পাওয়ার রেকর্ড ভাঙলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর আগে ২০০৮ সালে তার দলেরই বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় রাত সাড়ে ১০টা পর্যন্ত বাইডেন পান ৭ কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৩১ ভোট। অন্যদিকে ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।
মার্কিন মুলুকে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ভোট।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র ভোটের লড়াই চলছে বাইডেনের। এই পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি ভোট।
আর মাত্র ৬টি ভোট পেলেই দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্কের হিসাবে এখনো ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার সম্ভাবনা আছে।
রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ২ লাখ ৮০ হাজার ৯৩৬ ভোট। তিনি পেয়েছেন মোট ভোটের ৪৮ শতাংশ ভোট। এখনো পর্যন্ত কয়েক লাখ ভোট গোনা বাকি আছে।
তাই ধরা হচ্ছে, বাইডেনের পাশাপাশি ট্রাম্পও ওবামার রেকর্ড ভাঙবেন।