Advertisement

বিশ্ব

প্রথম Corona Vaccine নিয়ে রেকর্ড 'গ্র্যানি' মার্গারেটের, ইতিহাস ভারতীয় বংশোদ্ভূত দম্পতিরও

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Dec 2020,
  • Updated 2:44 PM IST
  • 1/10


মহামারি করোনাভাইরাসে গোটা পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সবার অপেক্ষা ছিল ভ্যাকসিনের জন্য। 
 

  • 2/10

গত সপ্তাহেই ব্রিটিশ সরকারের থেকে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র পেয়েছে ফাইজার । ৮ ডিসেম্বর থেকেই  সেদেশ শুরু হল  করোনার টিকাকরণ ৷

  • 3/10

টুডে ইজ ভি ডে। ভি ফর ভ্যাকসিন। মঙ্গলবার এমনই বলা হচ্ছে ব্রিটেনে।  

  • 4/10

আর প্রথম ভ্যাকসিন প্রাপক হিসাবে রেকর্ড গড়লেন আগামী সপ্তাহেই ৯১ এ পা রাখতে যাওয়া মার্গারেট কেইনান। লন্ডনের এক হাসপাতালে মঙ্গলবার সেদেশর সময় অনুযায়ী ছয়টা ৩০ মিনিটে তাঁর টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রিতে এই টিকা দেওয়া হবে তাঁকে।

  • 5/10

 ডিসেম্বরের ২ তারিখ যুক্তরাজ্যের কর্তৃপক্ষ মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগের অনুমোদন দেয়। সেই সূত্রে, মঙ্গলবার (৮ ডিসেম্বর) একযোগে স্কটল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, ওয়েলস এবং যুক্তরাষ্ট্রে করোনা টিকাদান কার্যক্রম শুরু করে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।

  • 6/10

এদিকে, টিকা নেওয়ার পর মার্গারেট বিবিসিকে জানিয়েছেন, ৯০ বছর বয়সে তিনি যেহেতু এই টিকা নিতে পেরেছেন তাই যে কেউ টিকা নিতে পারবে বলে তিনি মনে করেন।

  • 7/10

প্রথম করোনা টিকাদান সম্পন্ন হওয়ার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সংকটময় এক বছর কাটানোর পর আশার আলো দেখা দিয়েছে। এ মুহুর্তটি ঐতিহাসিক।

  • 8/10

অন্যদিকে, দুই ডোজ করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ শরীরে নিতে হবে বলে জানিয়ে রেখেছে ফাইজার-বায়োএনটেক।

  • 9/10

বিশ্বে প্রথম দফায় করোনার টিকা যাঁরা নেবেন, তাঁদের মধ্যে দু’জন ভারতীয় বংশোদ্ভূত। যাঁদের পূর্বপুরুষ ছিলেন মুম্বইয়ের বাসিন্দা।

  • 10/10

আজ, মঙ্গলবার ব্রিটেনে প্রথম দফায় করোনা টিকা পেতে চলেছেন ৮৭ বছরের হরি শুক্ল ও তাঁর স্ত্রী ৮৩ বছরের রঞ্জন। হরির পূর্বপুরুষ মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। হরির বাবা উগান্ডায় চলে যান রেলে চাকরি নিয়ে। ১৯৩৩ সালে সেখানেই জন্ম হরির।
 

Advertisement
Advertisement