Advertisement

বিশ্ব

গুলিতে ১০০ জনকে ছিন্নভিন্ন করে হত্যা! তালিবানদের নিয়ে বাড়ছে ক্ষোভ

Aajtak Bangla
Aajtak Bangla
  • 23 Jul 2021,
  • Updated 8:52 PM IST
  • 1/7

কান্দাহারে স্পিন বোল্ডাক নামক একটি এলাকাতে প্রায় ১০০ জন নিরীহ আফগানকে গুলি করে হত্যা করেছে তালিবানরা। এমনটাই অভিযোগ তুলেছে স্থানীয় আফগান প্রশাসন। সেদেশের রাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মিরওয়াইস স্টানাকজাই বলেছেন, ওই অঞ্চল দখল করে ব্যাপক লুঠপাঠ চালিয়েছে তালিবানরা। তখন প্রায় ১০০ জনকে তারা হত্যা করেছে। (ছবি-এপি)

  • 2/7

গত সপ্তাহেই তালিবানরা স্পিন বোলডাক দখল নেয়। সেই সঙ্গে এই এলাকাটিতে ব্যাপক লুঠ চালায়। ফ্রান্স ২৪ দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, তালিবানরা এই এলাকাটিতে ব্যাপক লুঠ চালাচ্ছে। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি সরকারি অফিসারদের বন্দি করেছে। (ছবি-এপি)

  • 3/7

গোটা এলাকাটিতে তালিবান জঙ্গিদের বাইকে করে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ওই এলাকার একটি  বাড়িতে তালিবানের পতাকা তারা উড়িয়েছে।  (ছবি-এপি)

  • 4/7

কান্দাহার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেছেন, তার দুই ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলি করে হত্যা করে দিয়েছে।  (ছবি-এপি)

  • 5/7

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্পিন বোলডাকের বাসিন্দা ফিদা মোহাম্মদ আফগান জানিয়েছেন, তার ছেলে কোনও সামরিক দলের সাথে জড়িত ছিল না। আক্রমণকারীরা নিজেদের পরিচয় প্রকাশ্যে আনেনি। কিন্তু তাদের অতি দ্রুত ধরে বিচার করা উচিত।

  • 6/7

আফগান সুরক্ষা সংস্থাগুলির মতে, স্পিন বোলডাকের বেশ কয়েকটি বেসামরিকের লাশ এখনও মাটিতে পড়ে আছে। এদিকে, তালিবানরা বেসামরিক নাগরিক হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তারা অস্বীকার করলেও এই এলাকাটি এখনও তালিবান দখলেই রয়েছে।  ছবি-গেটিইমেজেস

  • 7/7

আফগান নিরাপত্তা কর্মকর্তারা হত্যার জন্য তালিবানকে দায়ী করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রোহুল্লাহ আহমদজাই বলেছেন, "তালিবানরা গণতান্ত্রিক নিয়ম ধ্বংস করার পাশাপাশি বেসামরিক অফিস এবং ঘরবাড়ি, বাড়িঘর লুটপাঠ শুরু করেছে।" (ছবি-গেটিইমেজেস)

Advertisement
Advertisement