Advertisement

বিশ্ব

বিবাহবিচ্ছেদ করে আড়াই লাখ কোটি টাকা পেয়েছিলেন এই মহিলা! এখন ফের একবার করলেন বিয়ে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Mar 2021,
  • Updated 2:15 PM IST
  • 1/5

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে বিখ্যাত জেফ বেজোস। তার প্রাক্তন স্ত্রী ম্যাকেনজি স্কট এক শিক্ষক ড্যান জুয়েটকে বিয়ে করেছেন। সেখানে খরপোশ বাবদ প্রাক্তন স্ত্রীকে বেজোস দিয়েছিলেন ভারতীয় মুদ্রায় ২.৬ লাখ কোটি টাকা। ২০২১ সালে ওই মহিলাই বিশ্বের তৃতীয় ধনী মহিলা। যার সস্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন আমেরিকা ডলারের থেকেও বেশি। (সব ছবি-গেটিইমেজেস)
 

  • 2/5

১৯৯২ সালে একা ইন্টিরভিউয়ে ম্যাকেনজির সঙ্গে প্রথম আলাপ নয় বেজোসের। বেজোসের সংস্থায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন ম্যাকেনজি। পরে সেই সংস্থায় চাকরিও পেয়ে যান তিনি। ১৯৯৩ সালে বেজোসের সঙ্গে বিয়ে হয় ম্যাকেনজির।

  • 3/5

১৯৯৪ সালে বেজোস নিজের সংস্থা অ্যামাজন চালু করেন। তখন তার সঙ্গে ছিলেন ম্যাকেনজি। অ্যামাজনের হয়ে প্রথম চুক্তি ম্যাকেনজিই করেছিল। একটি গ্যারাজের মধ্যে এই অফিস ছিল। এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম সংস্থা অ্যামাজন।
 

  • 4/5

২০০৫ সালে ম্যাকেনজি তার প্রথম উপন্যাস লেখেন। সেই উপন্যাসের জন্য পুরস্কারও পান। অ্যামাজনকে বিশ্ববিখ্যাত করতে তার ১০ বছর সময় লেগেছিল।
 

  • 5/5

ম্যাকেনজি বহু সম্পত্তি দান করেছেন। ২০২০ সালে নিজের সম্পত্তির ৫.৮ শতাংশ ডলার তিনি দান করেছেন। নিজের সম্পত্তির ৫০ শতাংশ তিনি দান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। 
 

Advertisement
Advertisement