Advertisement

বিশ্ব

চিনে Corona-র নয়া ভ্যারিয়েন্টের থাবা, বন্ধ গোটা শহর-রাস্তাও

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Sep 2021,
  • Updated 9:08 AM IST
  • 1/7

চিনে ফের Corona-র থাবা। সেই দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত ফুজিয়ার নামে এক শহরে করোনার সংক্রমণ এই পর্যায়ে পৌঁছেছে যে গোটা শহর কার্যত সিল করে দিয়েছে প্রশাসন। 

  • 2/7

শুধু তাই নয়, সেখানকার রাস্তা, শপিং মল এমনকী রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে চিনে। যে শহরে .করোনা ছড়িয়েছে তার নাম পুতিয়ান। সেখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। 

  • 3/7

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, পুতিয়ানের বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের বাড়ি থেকে না বেরোনেোর নির্দেশিকা দিয়েছে প্রশাসন। সেখানে পাঠানো হয়েছে মেডিকেল টিম। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজও। 
 

  • 4/7

 জানা গিয়েছে, ফুজিয়ার পুতিয়ান, কুয়ানঝো এবং প্রাদেশিক রাজধানী শিয়ামানে উপসর্গহীন রোগসহ অন্তত ৭৫ জনের দেহে ধরা পড়েছিল করোনার সংক্রমণ।

  • 5/7

১২ সেপ্টেম্বর পর্যন্ত চিনে করোনায় সংক্রমিতের সংখ্যা ছিল ৯৫ হাজারেরও বেশি। তারমধ্যে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। 

  • 6/7

চিনের শহরগুলির মধ্যে জিয়াংশুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ছিল। সেই শহরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে তার মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে পুতিয়ানের সংক্রমণ। 

  • 7/7

জানা গিয়েছে, পুতিয়ানে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে। আর তা ছড়াচ্ছেও ঝড়ের গতিতে। এই নিয়ে চিন্তিত সেই দেশের সরকার।   

Advertisement
Advertisement