মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস সম্প্রতি বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর এক তালিকা প্রকাশ করেছে। তাতে ৩৯তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মঙ্গলবার ম্যাগাজিনটির ওয়েবসাইটে ‘দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন’ শীর্ষক এই তালিকাটি প্রকাশিত হয়েছে। একনম্বর স্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। টানা ১০ বছর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড।
নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তৃতীয় স্থান অর্জন করেছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথ তালিকায় ৪৬তম স্থান পেয়েছেন।
রেকর্ড গডে় দ্বিতীয়বার নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের আসনে বসা জেসিন্ডা আরডার্ন রয়েছেন ৩২ নম্বর স্থানে।
চিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন রয়েছেন ৩৭ নম্বর স্থানে।
তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী। নির্মলা সীতারমনও। নির্মলা পেয়েছেন ৪১ নম্বর স্থান।