প্রবল তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব অংশ। বেশিরভাগ শহর কার্যত বরফের চাদরের তলায় চলে গিয়েছে। (সব ছবি-এপি)
নিউ ইয়র্ক টাইমের খবর অনুযায়ী, তুষারঝড়ে মৃত্যু হয়েছে একজনের।
শুধুমাত্র নিউ ইয়র্কের বরফ জমে গিয়েছে ১৬ ইঞ্চির। সেন্ট্রাল পার্ক এলাকা কার্যত বরফের তলায়।
তবে এই তুষারঝড়ের পরিস্থিতির মধ্যে আনন্দে মেতেছেন সেখানকার বাসিন্দারা।
বেশ কিছু কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
নিউ জার্সিতে ২০ ইঞ্চির মতো বরফ পড়েছে তুষারঝড়ে। এমনটাই জানিয়েছে সেখানকার আবহাওয়া দফতর।
প্রবল তুষারঝড়ের জেরে সাময়িক সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। দৈনন্দিন কাজে সমস্যা পড়েছে তাঁরা।
ছবিতে দেখা যাচ্ছে, বরফের মধ্যেই মজায় মেতেছেন সকলে।
তুষারঝড়ের জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও বন্ধ রাখতে হয়েছে প্রশাসনকে।
সবথেকে সমস্যায় পড়েছে গাড়িচালকেরা। রাস্তায় গাড়ির দেখা নেই। ফলে গন্তব্যে যেতে সমস্যায় পড়েছেন অনেকে।
বিমান ওঠা-নামাতেও অনেক সমস্যা হচ্ছে। বেশ কিছু উড়ান বাতিল করতে হয়েছে।
তবে এতো কিছু মধ্যেও বরফে এই আস্তরণ নিয়ে খুশিতে মেতেছেন সেখানকার বাসিন্দারা