Advertisement

বিশ্ব

Indonesia Flood: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রক্তের বন্যা! অবশেষে পর্দা ফাঁস ভয়ানক ছবির

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Feb 2021,
  • Updated 3:33 PM IST
  • 1/7

দেখলে মনে হবে যেন রক্তের বন্যা বইছে! তার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে লোকজন। বাচ্চারা ছুটোছুটি করছে। লাল রঙে ডুবে গেছে পুরো গ্রাম। আর সেই সব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

  • 2/7

 ভয়াবহ কিছু ঘটতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন অনেকেই। তবে বাঁচোয়া এমন কিছুই ঘটেনি। খুলেই বলা যাক, আদতে ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার  জেংগট নামে একটি গ্রামে। রঙিন বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত এই গ্রাম। 
 

  • 3/7

সম্প্রতি পেকালংগনে বন্যা  হয়।  বন্যার জল কয়েকটি বাটিক টেক্সটাইলে  ঢুকে পড়ে। শনিবার টেক্সটাইলগুলিতে রাখা লাল রঙ বন্যার মিশে তা গ্রামে ছড়িয়ে পড়ে। এরপরই লাল রঙের জলের স্রোত বইতে থাকে গ্রামে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হাজার হাজার নেটিজেন।
 

  • 4/7


বিষয়টি নিশ্চিত করেছেন পেকালংগনের দুর্যোগ ও ত্রাণবিষয়ক কর্মকর্তা  দিমাস আরগা যোধা। তিনি বলেন, "বাটিক টেক্সটাইলের রঙের কারণে বন্যার জল লাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে মানুষ বেশ কৌতূহলী। তবে কিছুক্ষণ পর তাঁরা হতাশ হয়ে যাবেন। কারণ কিছুক্ষণ বৃষ্টি হলেই পানির রঙ স্বাভাবিক হয়ে যাবে।"
 

  • 5/7

গত  মাসে ইন্দোনেশিয়ার অপর একটি গ্রাম বাটিকের ঘন সবুজ রঙে ছেয়ে যায়। সাম্প্রতিক বন্যায় দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৩ জন।
 

  • 6/7

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের তথ্য অনুসারে, ২০১৩ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখছে দ্বীপরাষ্ট্রটি।

  • 7/7

তবে বন্যার জলে এভাবে কেমিক্যালযুক্ত রঙ ছড়িয়ে পড়ায় পরিবশের মারাত্মক ক্ষতির বিষয়টিও তুলে ধরছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, "কেমিক্যাল মিশে বিষাক্ত হয়ে পড়া এই জল নদীতে নেমে গেলে বা স্থানীয় পুকুর-ডোবায় জমে থাকলে তা পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।"

Advertisement
Advertisement