বড় বিপদে বসুন্ধরা? ইতালির ভেনিস শহরটির বর্তমান পরিস্থিতি আতঙ্কেরই। এহেন ভেনিস তথা ইতালি ভয়াবহ খরার কবলে? সব ছবি সৌজন্য: রয়টার্স
ভেনিস নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে, ক্যানেল। ওয়াটার ট্যাক্সি। বাড়ির ওলিগলির মধ্যে দিয়ে চলেছে নৌকা। 'দো লবজোঁ কি হ্যায়...।'
কিন্তু চেনাজানা ভেনিসের ছবিটা যেন অচিরেই বদলে গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ভেনিসের একাধিক ক্যানেলে জল শুকিয়ে গিয়েছে।
পরিস্থিতি এমনই হয়ে গিয়েছে, ওয়াটার অ্যাম্বুল্যান্স পরিষেবায় শহরের বড় অংশে বন্ধ হয়ে গিয়েছে। ভেনিসে ওয়াটার অ্যাম্বুল্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা।
সাধারণত, ভেনিসের দরকার বন্যা থেকে বাঁচার রাস্তা বের করা। ২০১৯ সালের বন্যায় ভেনিসে জলস্তর এতটাই বেড়েছিল, যে গত ৫০ বছরের ইতিহাসে তা ঘটেনি।
কেন এই হাল? ভেনিসের এই অবস্থার পিছনে একাধিক কারণ উঠে আসছে।
রয়টার্সের রিপোর্ট বলছে, মোটা মোটামুটি ৩টি কারণ, ভাঁটা, সমুদ্রের জলে কারেন্ট ও পূর্ণিমা চাঁদ।
পরিবেশবিদরা অবশ্য একটি আশঙ্কা করছেন, উত্তর ইতালিতে দীর্ঘ দিন ধরে খরা পরিস্থিতি।
এই নিয়ে অতীতেও তাঁরা সতর্ক করেছেন।
তাঁরা জানাচ্ছেন, এই শীতকালে আল্পসে ৫৩ শতাংশ কম স্নোফল হয়েছে।
অন্যদিকে উত্তর ইতালিতে জলের বড় চাহিদা মেটানো পো নদীতে ৬১ শতাংশ জল কমেছে।
পো নদীতে জল কমে যাওয়ায় দেশজুড়ে কৃষিক্ষেত্রে জরুরি অবস্থা জারি ঘোষণা করেছিল ইতালি সরকার।