ব্যর্থ প্রেমের বাতিল উপহার আবার কেনা-বেচা হয় নাকি! আসলে বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর ভার্চুয়াল সম্পর্কের জামানায় প্রেম, ভালবাসার মেয়াদ বড় ঝটপট ফুরিয়ে যায়। দু’মাস, তিন মাস বা বড়জোড় বছর ঘুরতে না ঘুরেই সম্পর্ক ভেঙে যায়।
কিন্তু সম্পর্কের মেয়াদ যতই কম হোক না কেন, তার মধ্যেই নানা উপহার দেওয়া নেওয়া তো চলতেই থাকে! কিন্তু প্রেম ফুরালেও থেকে যায় প্রাক্তনের দেওয়া উপহারগুলি। এই সমস্ত ব্যর্থ প্রেমের বাতিল উপহারগুলি কেনা-বেচা হয় এই বাজারে। ছবি: Getty Images।
বিচিত্র এই বাজারটি রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। বাজারটির নাম ‘ওল্ড ফ্লেমস মার্কেট’। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে চালু হয় এই ‘ওল্ড ফ্লেমস মার্কেট’। ছবি: Getty Images।
প্রাক্তনের দেওয়া উপহারগুলি রাগ করে পথে-ঘাটে ফেলে না দিয়ে এই ওল্ড ফ্লেমস মার্কেটে এসে বিক্রি করে দেন ভিয়েতনামের ব্যর্থ প্রেমিক-প্রেমিকারা। বেশির ভাগ সময়েই জলের দরেই ছেড়ে দিয়ে মায়া কাটান তাঁরা। ছবি: Getty Images।
কী পাওয়া যায় এই ওল্ড ফ্লেমস মার্কেটে? প্রেম নিবেদিত বাসি কার্ড, নানা রঙের বাতি, বাহারি মানিব্যাগ, সুগন্ধি (কখনও কিছুটা খরচ হওয়া), ঘড়ি, বাহারি অলঙ্কার, পুরনো বই-সহ প্রেমে উপহার দেওয়ার মতো প্রায় সব কিছুই পাওয়া যায় এখানে। ছবি: Getty Images।
ব্যর্থ প্রেমের বাতিল উপহারের চাহিদাও কিন্তু কম নয়। এই সমস্ত সেকেন্ড হ্যান্ড ঘড়ি, বাহারি অলঙ্কার, পুরনো বই, মানিব্যাগ ইত্যাদি কিনতেও এখানে নিয়মিত ভিড় জমান বহু মানুষ। ছবি: Getty Images।
কলকাতার গড়িয়াহাট বা হাতিবাগানের হকার মার্কেটের মতোই দস্তুর মতো দরদাম করে এই সমস্ত সেকেন্ড হ্যান্ড উপহার কিনে নিয়ে যান মানুষ। বিচিত্র এই বাজারে দরদাম করে কেনা-বেচা দেখতে প্রতি বছর দেশ-বিদেশ থেকে এখানে ছুটে আসেন হাজার উৎসাহী পর্যটক। ছবি: Getty Images।