Advertisement

বিশ্ব

বাড়িতে পোষ্য নিলেই ৩ দিনের সবেতন ছুটি দেয় এই সংস্থা!

Aajtak Bangla
  • 15 Nov 2020,
  • Updated 5:23 PM IST
  • 1/5

সন্তানের জন্ম দেওয়ার সময় কর্মরতা মায়েরা তাঁদের অফিস থেকে সবেতন ছুটি পেয়ে থাকেন। সরকারি, বেসরকারি— দুই ধরনের সংস্থাতেই কেন্দ্রের নির্দেশে এই মাতৃত্বকালীন ছুটির নিয়ম চালু আছে। 

  • 2/5

সন্তানের জন্মের সময় কোনও কোনও অফিসে বাবারাও ৪-৫ দিনের সবেতন ছুটি পেয়ে থাকেন। কিন্তু কখনও শুনেছেন যে, বাড়িতে নতুন পোষ্য নিলেও ছুটি পাওয়া যায়!

  • 3/5

অবিশ্বাস্য এবং অদ্ভুত মনে হলেও এমন কারণেও নিজের কর্মীদের ছুটি দেয় নরওয়ের একটি সংস্থা। নরওয়ের মুষ্টি গ্রুপ (Musti Group) তার ১,৫০০ কর্মীকে বাড়িতে নতুন পোষ্য নিলেও ছুটি দিয়ে থাকে।

  • 4/5

নরওয়ের মুষ্টি গ্রুপ (Musti Group) সে দেশের বিভিন্ন প্রান্তে পোষ্য বিক্রি করে। তবে যে কোনও পোষ্যকে এই সংস্থা নিজেদের পন্য নয়, বরং নিজেদের সন্তানের মতোই মনে করে। 

  • 5/5

তাই নরওয়ের সবচেয়ে বড় পোষ্য বিক্রেতা সংস্থা মুষ্টি গ্রুপ (Musti Group) তার কোনও কর্মী বাড়িতে নতুন পোষ্য নিলে তাঁকে ৩ দিনের সবেতন ছুটি দেয় যাতে বাড়ির ওই নতুন সদস্য সকলের সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা সময় পায়।

Advertisement
Advertisement