সন্তানের জন্ম দেওয়ার সময় কর্মরতা মায়েরা তাঁদের অফিস থেকে সবেতন ছুটি পেয়ে থাকেন। সরকারি, বেসরকারি— দুই ধরনের সংস্থাতেই কেন্দ্রের নির্দেশে এই মাতৃত্বকালীন ছুটির নিয়ম চালু আছে।
সন্তানের জন্মের সময় কোনও কোনও অফিসে বাবারাও ৪-৫ দিনের সবেতন ছুটি পেয়ে থাকেন। কিন্তু কখনও শুনেছেন যে, বাড়িতে নতুন পোষ্য নিলেও ছুটি পাওয়া যায়!
অবিশ্বাস্য এবং অদ্ভুত মনে হলেও এমন কারণেও নিজের কর্মীদের ছুটি দেয় নরওয়ের একটি সংস্থা। নরওয়ের মুষ্টি গ্রুপ (Musti Group) তার ১,৫০০ কর্মীকে বাড়িতে নতুন পোষ্য নিলেও ছুটি দিয়ে থাকে।
নরওয়ের মুষ্টি গ্রুপ (Musti Group) সে দেশের বিভিন্ন প্রান্তে পোষ্য বিক্রি করে। তবে যে কোনও পোষ্যকে এই সংস্থা নিজেদের পন্য নয়, বরং নিজেদের সন্তানের মতোই মনে করে।
তাই নরওয়ের সবচেয়ে বড় পোষ্য বিক্রেতা সংস্থা মুষ্টি গ্রুপ (Musti Group) তার কোনও কর্মী বাড়িতে নতুন পোষ্য নিলে তাঁকে ৩ দিনের সবেতন ছুটি দেয় যাতে বাড়ির ওই নতুন সদস্য সকলের সঙ্গে মানিয়ে নেওয়া কিছুটা সময় পায়।