Advertisement

বিশ্ব

গাড়ি তো নয় যেন বিলাসবহুল দুর্গ, পুতিনের গাড়ির ভিতরে কী কী আছে-দেখতে কেমন? PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Sep 2025,
  • Updated 6:24 PM IST
  • 1/14

যে কোনও দেশের রাষ্ট্রপ্রধানদের গাড়ি আর পাঁচটা গাড়ির থেকে আলাদা। আমেরিকার প্রেসিডেন্ট, চিনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রীর গাড়ি একাধিকবার শিরোনামে এসেছে। কারণ, সেই সব গাড়ির ফিচার, ক্ষমতা। 

  • 2/14

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের গাড়িতে বসে মিটিং করার জেরে আলোচনায় চলে এসেছে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের গাড়ি Aurus Senat। রাশিয়ার অভিজাত গাড়িগুলোর মধ্যে এটিও একটি।
 

  • 3/14

রাশিয়ার NAMI-র সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গাড়িটি তৈরি করে Aurus Motors। অরাস সেনাট প্রথম ২০১৮ সালে পুতিনের সরকারি গাড়ি হিসেবে এটিকে চালু করে। এর নকশা সোভিয়েত যুগের ZIS-110 লিমোজিনের মতো। 
 

  • 4/14

তবে সেই ডিজাইনকে আরও মোডিফাই করা হয়। এই গাড়ি ঘেরা থাকে গ্রিল দিয়ে। রয়েছে মসৃণ এলইডি লাইট। 
 

  • 5/14

এই সেনাট ফিচারে ৪.৪ লিটার টুইন-টার্বো V8 হাইব্রিড পাওয়ারট্রেন রয়েছে। প্রায় 598bhp এবং 880Nm পিক টর্ক তৈরি করে এই গাড়ি। গাড়িটি অল-হুইল-ড্রাইভ ক্ষমতার অধিকারী। 
 

  • 6/14

L700 নামে পরিচিত আর্মার্ড লিমোজিন ভেরিয়েন্টটি বিশেষভাবে রাষ্ট্রপ্রধানদের জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে বসে থাকা যেমন আরামদায়ক তেমনই নিরাপদও। 
 

  • 7/14

গাড়িটি তৈরি হয়েছে VR10 ব্যালিস্টিক সুরক্ষা মান অনুসারে। বুলেট, গ্রেনেড বা যে কোনও রকমের রাসায়নিক আক্রমণ সহ্য করতে পারে এই গাড়ি। 
 

  • 8/14

ভিতরে রয়েছে উন্নত সিলিং সিস্টেম ও জরুরি অক্সিজেন পরিষেবা। এর থাকে রিইনফোর্সড গ্লাস। যা প্রায় ৬ সেমি পুরু। 
 

  • 9/14

এই সেডান গাড়িতে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। গাড়ির বিশেষ বৈশিষ্ট্য এমারজেন্সি গেট। যে কোনও বিপদে নিশ্চিন্তে তা দিয়ে বেরোনো যাবে। 
 

  • 10/14

গাড়িতে একটি মিনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমও লাগানো হয়েছে। যার সাহায্যে গাড়ির চাকায় দুর্গের মতো আচ্ছাদন গড়ে তোলে। 
 

  • 11/14

গাড়ির সিটগুলো তৈরি করা হয়েছে প্রিমিয়াম চামড়া দিয়ে। ভিতরে রয়েছে দামি কাঠের হাতল। গাড়িতে থাকে এমার্জেন্সি ব্রেক। 
 

  • 12/14

যাত্রীদের প্রতিটি চেয়ার ভাঁজ করা যায়। সঙ্গে থাকে কোলাপসেবল টেবিলও। এমনকী মিনি ফ্রিজও রাখা থাকে। পছন্দমতো একাধিক টিভি বা ল্যাপটস সেট করা যায় গাড়ির ভিতরে। 
 

  • 13/14

যে কোনও রাষ্ট্র প্রধানের গাড়ি এখন কেবল তাঁদের যাতায়াতের বাহন নয়, সেই দেশের মান মর্যাদাও সেই গাড়ি বহন করে বলেই বিশ্বাস করা হয়। 
 

  • 14/14

সেদিক থেকে বিচার করে রাষ্ট্রনেতারা বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। পুতিনও তার ব্যতিক্রম নন। 
 

Advertisement
Advertisement