Advertisement

বিশ্ব

করোনার বিধিনিষেধ ঘিরে অসন্তোষ! মেট্রোতে Kiss করে প্রতিবাদ যুগলদের

Aajtak Bangla
  • 01 Jan 2021,
  • Updated 11:29 PM IST
  • 1/5

করোনার পরিস্থিতির জেরে বিভিন্ন দেশে জারি হয়েছে লকডাউন। ঘরে থেকে অনেকের ধৈর্য্যে বাধও ভেঙে যাচ্ছে। এমন অবস্থায় করোনার বিভিন্ন নিয়মের বিরুদ্ধে এবার সামিল হন রাশিয়ার বেশ কিছু তরুণ-তরুণী। প্রকাশ্যে মেট্রোতে দেখা গেল চুম্বনরত অবস্থায়।

  • 2/5

রাশিয়ার Yekaterinburg শহরে চলমান মেট্রোতে চুম্বনরত হয়ে অনেক দম্পতি এভাবে প্রতিবাদ জানায়। তাদের দাবি, আমাদের উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত করা নয় কিংবা কোনও জনসেবা নষ্ট করা নয়। আসলে, এই সময় এমন অনেক সঙ্গীতজ্ঞ রয়েছেন যারা করোনার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছেন। আমাদের প্রতিবাদ এই কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবং আমরা মিউজিক শিল্পকে পুরোপুরি সমর্থন করি।

  • 3/5

এর সঙ্গে জড়িত যুবক-যুবতিদের দাবি সরকার বিভিন্ন নাইট ক্লাব ও রেঁস্তোরা বন্ধ রেখেছে। কারণ, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকে। কিন্তু মেট্রোতে এত লোক যাতায়াত করে। সেখানে সরকারের কোনও ভ্রুক্ষেপ থাকে না। তাই জন্যই এই প্রতিবাদ।

  • 4/5

তাৎপর্যপূর্ণভাবে, করোনার মহামারীর জেরে বিশ্বের মিউজিক ও নাইট লাইফ সেক্টরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। গত বছর, ইউকে-তে মিউজিক শিল্প ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং এর ফলে ইউকে-তে অর্থনীতিতে প্রায় ৬ বিলিয়ন ডলার লাভ হয়েছিল। তবে এ বছর মহামারীর কারণে কেবল ৩ বিলিয়ন ডলার মিউজিক শিল্প থেকে অর্থনীতিতে যুক্ত হয়েছে।

  • 5/5

যদিও এই ঘটনার জেরে প্রশাসন আদৌ ওই যুগলদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিয়েছে কিনা সেটা এখনও স্পস্ট নয়। তবে প্রতিবাদের এই ধরন সত্যি অভিনব, তা মানছেন অনেকে।

Advertisement
Advertisement