Advertisement

বিশ্ব

VIDEO: হেলিকপ্টারে মানুষ ঝুলিয়ে আকাশে চক্কর! আফগানিস্তানে শুরু তালিবানি 'তাণ্ডব'

Aajtak Bangla
  • কাবুল,
  • 31 Aug 2021,
  • Updated 1:44 PM IST
  • 1/12

দীর্ঘ প্রায় ২০ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগান রাজধানী থেকে সৈন্য প্রত্যাহার করেছে। শেষ মার্কিন সৈন্য সোমবার মধ্যরাতে আফগানিস্তান ত্যাগ করেছে।
 

  • 2/12

 ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি কাবুল থেকে মার্কিনিদের শেষ দলকে সরিয়ে নেয়ার পর সোমবার পেন্টাগনে এক সংবাদিক সম্মেলনে মার্কিন সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। 
 

  • 3/12


হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছে, তালেবান আগষ্টের শুরুতে আফগানিস্তানের দখল নেবার পর আজ সোমবার সকাল পর্যন্ত ৫ হাজার আমেরিকানসহ মোট ১ লাখ ১৬ হাজার ৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
 

  • 4/12


আর এদিকে মার্কিন সৈন্যর বিদায়ের সাথে সাথে তালিবানরা ফাঁকা গুলি ছুঁড়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে।

  • 5/12

মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই কাবুল বিমানবন্দরের দখল নিয়ে নিয়েছে তালিবানরা। এরপরেই বিমানবন্দরে নিজেদের বিজয় ঘোষণা করে তালিবান নেতৃত্ব। এটা সমস্ত আফগানের জয় বলেই বর্ণনা করছেন তাঁরা। 

  • 6/12

মার্কিন সেনা নিয়ে শেষ বিমান রানওয়ে থেকে উড়ে যেতেই কাবুল বিমানবন্দরে প্রবেশ করে তালিবানরা। এরপর তালিবানি নেতৃত্ব আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হাঁটা শুরু করে। বিমানবন্দরে দাঁড়িয়েই এক তালিবান নেতা বলেন, "এটা আমাদের সকলের জয়।" জাবিউল্লাহ মুজাহিদ আরও যোগ করেন, "আমরা গোটা বিশ্বের সঙ্গেই ভাল কূটনৈতিক সম্পর্ক চাই।" 
 

  • 7/12

এদিকে মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই  কান্দাহারের আকাশে উড়তে দেখা গেল মার্কিনিদের ব্ল্যাক হক হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকে ঝুলতে দেখা গেল একজন মানুষকে। 
 

  • 8/12

অভিযোগ, শাস্তি দেওয়ার জন্য হেলিকপ্টারে বেঁধে আকাশে ঘোরানো হয়েছে ওই ব্যক্তিকে । অনুমান, তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কান্দাহারবাসীকে তা বুঝিয়ে দেওয়ার জন্যই সম্ভবত ওই পথ নিয়েছে তালিবানরা।

  • 9/12

আফগানিস্তান ছেড়ে মার্কিন সেনা ফিরে যাওয়ার পরই স্বমূর্তি ধরেছে তালিবান। খুনের হুমকি দিয়ে বাড়ি বাড়ি চিঠি পাঠানো শুরু করেছে তারা।

  • 10/12

সূত্রের খবর, আমেরিকা বা ন্যাটোর সেনার সঙ্গে যাঁরা সহযোগিতা করেছে, সেই আফগানদের বাড়ির দরজায় চিঠি ঝুলিয়ে দিয়ে আসছে তালিবান। চিঠিতে হুমকি দেওয়া হয়েছে, আত্মসমর্পণ না করলে তাঁদের খুন করা হবে। 
 

  • 11/12

সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও পাওয়া গিয়েছে যেটি ১৮ অগাস্টের। তাতে দেখা যাচ্ছে, কান্দাহার  মানবন্দরে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে ঘুরছে তালিবানরা। উপগ্রহ থেকে তোলা ছবি থেকে পরিষ্কার, মার্কিন ওই হেলিকপ্টার চালানোর আদবকায়দা রপ্ত করতে চাইছে তারা। তালিবানের হাতে এখন  রয়েছে  A-29 সুপার টুকানো যুদ্ধবিমান ও MD-530F সেনা হেলিকপ্টার।

 

  • 12/12

এদিকে সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে গিয়েছে তালিবানদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একের পর এক গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালিব যোদ্ধারা। তার পর হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখলে নেয় তারা। তালিব যোদ্ধাদের চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট ধরা পড়েছে।

 

Advertisement
Advertisement