Advertisement

বিশ্ব

বিশ্বের দুর্নীতি মুক্ত দেশের তালিকা দেখে নিন, জানুন কত নম্বরে ভারতের স্থান

Aajtak Bangla
  • 29 Jan 2021,
  • Updated 4:14 PM IST
  • 1/8

বেশ কয়েকবছর ধরেই পৃথিবার সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশের তালিকা প্রকাশিত হচ্ছে। তবে তারপরেও অনেক দেশ আছে যার কিছুতেই দুর্নীতি মুক্ত করতে পারছে না। সবচেয়ে দুর্নীতিগ্রস্থ ও দুর্নীতিমুক্ত এই দেশের তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)। আচ্ছা, ১৮০ দেশের এই তালিকায় ভারত কত নম্বরে আছে জানেন কি? (ছবি সূত্র- গেট্টি)
 

  • 2/8

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকা অনুযায়ী করোনা কালে দুর্নীতিমুক্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে, ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও সুউডেন। অন্যদিকে দুর্নীতি পরায়ন দেশের তালিকায় রয়েছে, ভেনেজুয়েলা, ইয়েমেন,সিরিয়া, সোমালিয়া এবং দক্ষিণ সুদান।
 

  • 3/8

এবার যদি ভারতের দিকে নজর দেওয়া যায় তবে দেখা যাবে, দুর্নীতি ১৮০ দেশের তালিকায় ভারতের স্থান ৮৬তে। ২০১৯ সালে ভারত ছিল ৮০ নম্বরে। রিপোর্টে এটাও বলা হয়েছে, যে সমস্ত দেশে দুর্নীতি কম সেই সব জায়গায় করোনার বিরুদ্ধে বেশি কার্যকরী লড়াই চালানো গিয়েছে। 
 

  • 4/8

এই রিপোর্ট তৈরি করতে বিভিন্ন ক্ষেত্রের মানুষর মতামত নেওয়া হয়। তাঁদের দিয়েই সবচেয়ে দুর্নীতিমুক্ত ও দুর্নীতিগ্রস্থ দেশের তালিকা তৈরি করানো হয়। ০ থেকে ১০০ নম্বরের ভিত্তিত করা হয় তালিকা।  
 

  • 5/8

এই তালিকায় পাকিস্তানের অবস্থা ভারতের থেকে অনেক নিচে। ১৮০ দেশের তালিকায় পাকিস্তান ১২৪ নম্বরে। পাশাপাশি ৭৮ নম্বরে রয়েছে চিন, ১১৭ নম্বরে নেপাল, ১৪৬ নম্বরে বাংলাদেশ, এবং ৬৭ নম্বরে আমেরিকা। 
 

  • 6/8

করোনা কালে দুর্নীতিমুক্ত থাকার জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। এখানে দুর্নীতি একেবারেই নেই। ৮৮ নম্বর পেয়ে তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড ও ডেনমার্ক। ৮৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। 
 

  • 7/8

উলটো দিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ হল, দক্ষিণ সুদান ও সোমালিয়া। এই দুই দেশেরই প্রাপ্ত নম্বর ১২। ১৮০ দেশের তালিকায় এদের স্থান ১৭৯। 
 

  • 8/8

এই তালিকায় এমন ২৬টি দেশ রয়েছে, যাদের পরিস্থিতির উন্নতি হয়েছে। তারমধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে গ্রিস। আগের অবস্থানের থেকে ১৪ ধাপ এগিয়ে এসেছে গ্রিস। মায়ানমার এগিয়েছে ১৩ ধাপ এবং ৭ ধাপ এগিয়েছে ইকুয়েডর। অন্যদিকে অবনতি হয়েছে ২২টি দেশের।  

Advertisement
Advertisement