Advertisement

বিশ্ব

Donald Trump: মেলানিয়াকে জড়িয়ে KISS, ট্রাম্পের বিজয়-ভাষণের সব মুহূর্তগুলি রইল

Aajtak Bangla
  • ফ্লোরিডা,
  • 06 Nov 2024,
  • Updated 4:17 PM IST
  • 1/12

US Election 2024: হোয়াইট হাউসের মসনদে ফের বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছেন তিনি।

  • 2/12

অনেক পিছিয়ে কমলা হ্যারিস (Kamala Harris)। আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট হওয়ার আগেই ফ্লোরিডায় বিজয় ভাষণ দিলেন ট্রাম্প। 

  • 3/12

আর সেই ভাষণেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর গোটা পরিবার। ভাষণ দিতে দিতেই থেমে চুমুও খেলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে বারবার ধন্যবাদ জানালেন।

  • 4/12

এদিন মঞ্চে ছিলেন গোটা ট্রাম্প পরিবার। ছিলেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প,ইভাঙ্কা সহ তাঁদের সন্তানরা। ছিলেন হাউসের স্পিকার মাইক জনসন ও ভাবী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  
 

  • 5/12

ভাষণের মধ্যেই মেলানিয়ার রূপেরও প্রশংসা শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায়। 

  • 6/12

কখনও বললেন, 'আমার সুন্দরী বউ', 'দারুণ কাজ করেছেন', 'আমি ভীষণ গর্বিত' সহ নানা বিশেষণ ব্যবহার করলেন। ট্রাম্প বলেন, 'সর্বকালের সেরা রাজনৈতিক মুহূর্ত।'ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, মঙ্গলের সন্ধ্যা থেকে বাইডেন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। 
 

  • 7/12

হোয়াইট হাউসের বাসভবনে আত্মীয়-পরিজনদের সঙ্গে নির্জন সন্ধ্যা কাটাচ্ছিলেন তিনি। সেখান থেকেই নজর রাখছিলেন ভোটের ফলাফলের দিকে।
 

  • 8/12

ট্রাম্প আরও যেসব স্টেটে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে, লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯)
 

  • 9/12

টেনেসি (১১), আরকানসাস (৬), ওকলাহোমা (৭), কানসাস (৬), মিজৌরি (১০), কেন্টাকি (৮), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), ওহাইও (১৭), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), উটাহ (৬), সাউথ ডাকোটা (৩), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩), আইডাহো (৪), মন্টানা (৪)।

  • 10/12

কমলা যেসব স্টেটে জয় পেয়েছেন, তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ভারমন্ট (৩) ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩), ইলিনয় (১৯), কলোরাডো (১০), ওরেগন (৮), ওয়াশিংটন (১২)।
 

  • 11/12

৭টি সুইং স্টেটের ৬টিতে এবং ২৪টি প্রদেশে ট্রাম্প জয় পেতেই স্থির হয়ে যায় হোয়াইট হাউসের মসনদ। এরপরেই আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়ে মঞ্চে ওঠেন ট্রাম্প। 
 

  • 12/12

দলীয় সমর্থকদের ‘আমেরিক আমেরিকা’ ভোটপ্রচারে আমেরিকায় অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়ের গন্ধ পেয়ে জানালেন, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। UFO রহস্য সমাধানেরও অঙ্গীকার করেন ট্রাম্প।

Advertisement
Advertisement