Advertisement

বিশ্ব

Iran Israel War: ইজরায়েলে রাতভর ইরানের মিসাইল বৃষ্টি, কেমন হামলা? গা শিউরে ওঠা ১৪টি ছবি

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Oct 2024,
  • Updated 12:57 PM IST
  • 1/14

বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে ইজরায়েলে ইরানের হামলা। মঙ্গলবার রাতে প্রায় ১৮০টি শক্তিশালী মিসাইল অ্যাটাক করে ইরান। 

  • 2/14

যার ফলে ধ্বংস হয়ে গিয়েছে ইজলায়েলের বড় অঞ্চল। চলতি বছরের এপ্রিল মাসে এরকমই একটি হামলা ইজরায়েলে চালিয়েছিল ইরান। কয়েকশো মিসাইল আছড়ে পড়েছিল ইজরায়েল ভূখণ্ডে। 

  • 3/14

আরও হামলা চলতে পারে? ইজরায়েল সেনার বক্তব্য, সম্ভবত আরও এখনই হামলা চালাবে না ইরান। আপাতত বন্ধ থাকবে। 
 

  • 4/14

তবে ইরানের এই ভয়াবহ হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে ইজরায়েলের, তা এখনও স্পষ্ট নয়। 
 

  • 5/14

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বলছেন, বড় ভুল করল ইরান। এর মূল্য ওদের চোকাতে হবে। 
 

  • 6/14

সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে ইজরায়েলে প্রায় ১৮০টি ব্যালেস্টিক  মিসাইল হামলা চালিয়েছে ইরান। 
 

  • 7/14

এপ্রিলে যে হামলা চলেছিল, তার চেয়েও ভয়াবহ। এপ্রিল মাসে ১১০টি মিসাইল অ্যাটাক করেছিল ইরান। এবার ১৮০টি। 

  • 8/14

ইজরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যাচ্ছে, মঙ্গলবার ইজরায়েলের রাজধানী তেল আভিভে রাত পৌনে ৮টা নাগাদ মিসাইলের পর মিসাইল হামলা শুরু হয়। 

  • 9/14

বেশ কিছু মিসাইল ইজরায়েল সেনা আকাশেই নিষ্ক্রিয় করে দেয়। জেরুজালেমে বেশ কিছু সেনাঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 

  • 10/14

সংবাদ সংস্থা এফপি-র সূত্র বলছে, বেশ কিছু মৃত্যু হয়েছে। তবে তার সংখ্যাটা ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়।  
 

  • 11/14

এখন প্রশ্ন হল, কেন এত বড় হামলা ইজরায়েলে চালাল ইরান? ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) বলছে,  হিজবুল্লাহ প্রধান হাসান নাসারল্লাহ হত্যার বদলা নিতেই ইজরায়েলে হামলা। 

  • 12/14

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেইরুটে হাসান নারারল্লাহ ও আইআরজিসি কম্যান্ডর আব্বাস নিলফোরোশানের মৃত্যু হয় ইজরায়েলের হামলায়। 
 

  • 13/14

তখনই ইরান হুঁশিয়ারি দিয়েছিল, বদলা নেবে। অন্যদিকে গত জুলাইয়ে হামাসের নেতা ইসমাইল হানিয়েকে তেহরানে হত্যা করা হয়। যদিও ইসমাইলের মৃত্যুর তাদের হামলায় হয়নি বলেই দাবি ইজরায়েলের। 
 

  • 14/14

ইরান সরকারের উচ্চ পদস্থ অফিসার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছন, মঙ্গলবার ইজরায়েলে যে হামলা চালানো হয়েছে, তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আল খোমেইনির নির্দেশেই হয়েছে। 

Advertisement
Advertisement